হোস্টেল ছুটি। তাই বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একই পরিবারের তিনজন কিশোর সদস্য। রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া দুই নম্বর ব্লকের পুখুরিয়া থানার মাগুরা এলাকায়। তিন ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।
জানা গিয়েছে, মালদার মাগুরা এলাকার একই পরিবারের তিনজন কিশোর সদস্য ছুটিতে বাড়িতে এসেছিল। তিনজন মিলে বাড়ির পাশে মহানন্দা নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় তিন ভাই। এরপরই নদীর পাশে থাকা মানুষজন দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা যায়, মৃত তিন কিশোরের নাম যথাক্রমে, আদিত্য চৌধুরী (১৩), বিশ্বজিৎ চৌধুরী (১২), সত্যজিৎ চৌধুরী (১২)। সম্পর্কে তারা একই পরিবারের। একই পরিবারের তিন কিশোরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।